Featured Articles
All Stories

Saturday, November 12, 2016

BPL Live Streaming HD Channel 9

Posted at 2:33 AM |  by Samsung APK Zone

Saturday, August 16, 2014

MS Windows Logo
উইন্ডোজ অপারেটিং সিষ্টেমে অনেক সময় অটোরান চালু হয়ে যাবার ফলে আমাদের অজান্তে আমরা ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ হতে ভাইরাস দ্বারা আক্রান্ত হই যা আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। খুব সহজেই আমরা এই অটোরান বন্ধ করতে পারি। এর জন্য আপনাকে নিচের ধারাবাহিক ধাপসমূহ অনুসরণ করতে হবে।
১। প্রথমে Start মেনু হতে Run  বা Search বক্স এ gpedit.msc লিখে Enter চাপুন।
২। Computer Configuration হতে Administrative Templates এ ক্লিক করুন।
যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন, উইন্ডোজ সার্ভার ৮ হয় তাহলে
৩। এবার Windows Components  হতে Autoplay Policies এ ক্লিক করুন।
৪। এখন Default Behavior for AutoRun এ ডাবল ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হবে। এখান হতে Enable সিলেক্ট করে Options বক্স হতে Do not execute any autorun commands সিলেক্ট করে Ok করুন।
যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯৮, ২০০০, ২০০৩ সার্ভার, এক্সপি হয় তাহলে
৩। এখন System  ক্লিক করুন।
৪।  ডান পাশ হতে Turn off Autoplay তে ডাবল ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হবে। এখান হতে Enable সিলেক্ট করে নিচের বক্স হতে All drives সিলেক্ট করে Ok করুন।
৫। আপনার কনফিগারেশন করা শেষ। এবার কম্পিউটার রিবুট করন।
এই কাজটি চাইলে আপনি মাইক্রোসফট এর একটি প্যাচ দিয়েও করতে পারে। অটোরান বন্ধ করার জন্য এখান হতে ডাউনলোড করুন এবং অটোরান চালু করার জন্য এখান হতে ডাউলোড করুন।

উইন্ডোজের অটোরান বন্ধ করুন।

MS Windows Logo
উইন্ডোজ অপারেটিং সিষ্টেমে অনেক সময় অটোরান চালু হয়ে যাবার ফলে আমাদের অজান্তে আমরা ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ হতে ভাইরাস দ্বারা আক্রান্ত হই যা আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। খুব সহজেই আমরা এই অটোরান বন্ধ করতে পারি। এর জন্য আপনাকে নিচের ধারাবাহিক ধাপসমূহ অনুসরণ করতে হবে।
১। প্রথমে Start মেনু হতে Run  বা Search বক্স এ gpedit.msc লিখে Enter চাপুন।
২। Computer Configuration হতে Administrative Templates এ ক্লিক করুন।
যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন, উইন্ডোজ সার্ভার ৮ হয় তাহলে
৩। এবার Windows Components  হতে Autoplay Policies এ ক্লিক করুন।
৪। এখন Default Behavior for AutoRun এ ডাবল ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হবে। এখান হতে Enable সিলেক্ট করে Options বক্স হতে Do not execute any autorun commands সিলেক্ট করে Ok করুন।
যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯৮, ২০০০, ২০০৩ সার্ভার, এক্সপি হয় তাহলে
৩। এখন System  ক্লিক করুন।
৪।  ডান পাশ হতে Turn off Autoplay তে ডাবল ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হবে। এখান হতে Enable সিলেক্ট করে নিচের বক্স হতে All drives সিলেক্ট করে Ok করুন।
৫। আপনার কনফিগারেশন করা শেষ। এবার কম্পিউটার রিবুট করন।
এই কাজটি চাইলে আপনি মাইক্রোসফট এর একটি প্যাচ দিয়েও করতে পারে। অটোরান বন্ধ করার জন্য এখান হতে ডাউনলোড করুন এবং অটোরান চালু করার জন্য এখান হতে ডাউলোড করুন।

Posted at 1:25 AM |  by Samsung APK Zone

LinuxLogo
লিনাক্সের রুট পাসওয়ার্ড ভুলে গেলে তা রিসেট করা খুবিই সহজ। পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাকে সিঙ্গেল ইউজার মুড চালু করতে হবে। নিচের ধাপ সমূহ অনুসরন করে আপনি সহজেই পাসওয়ার্ড রিসেট করতে করতে পারবেন।
১। প্রথমে কম্পিউটারকে রিবুট করতে হবে।
২। বুট লোডারের সময় আপনাকে এ্যারো কি ব্যবহার করে যে ইন্সটেলেশন এর পাসওয়ার্ড রিসেট করতে চান তা সিলেক্ট করতে হবে এবং A টাইপ করে append মুডে ঢুকতে হবে। তখন স্কিনে নিচের মত একটা লাইন দেখাবে।
grub append> ro root=LABEL=/
৩। সিঙ্গেল মুডে যাবার জন্য আপনাকে লাইনটিকে এডিট করে নিচের মত করে লিখে এন্টার চাপতে হবে।
grub append> ro root=LABEL=/ single
৪। GRUB (গ্রাব) রিবুট করে সিঙ্গেল ইউজার মুডে চালু হবে এবং চালু হবার পরে নিচের মত একটা লেখা দেখাবে।
sh-2.05b#
৫। এখন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে নিচের মত করে পাসওয়ার্ড পরিবর্তনের কমান্ড দিতে হবে।
passwd root
আপনাকে পাসওয়ার্ড ভেরিফিকেশন করার জন্য পাসওয়ার্ড পুনরায় লিখতে বলা হবে। দ্বিতীয়বার পাসওয়ার্ড দেবার পর আপনাকে reboot লিখে কম্পিউটার রিবুট করতে হবে। এবং স্বাভাবিক ভাবেই নতুন পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারে লগিন করতে পারবেন।

লিনাক্সে রুট পাসওয়ার্ড ভুলে গেলে।

LinuxLogo
লিনাক্সের রুট পাসওয়ার্ড ভুলে গেলে তা রিসেট করা খুবিই সহজ। পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাকে সিঙ্গেল ইউজার মুড চালু করতে হবে। নিচের ধাপ সমূহ অনুসরন করে আপনি সহজেই পাসওয়ার্ড রিসেট করতে করতে পারবেন।
১। প্রথমে কম্পিউটারকে রিবুট করতে হবে।
২। বুট লোডারের সময় আপনাকে এ্যারো কি ব্যবহার করে যে ইন্সটেলেশন এর পাসওয়ার্ড রিসেট করতে চান তা সিলেক্ট করতে হবে এবং A টাইপ করে append মুডে ঢুকতে হবে। তখন স্কিনে নিচের মত একটা লাইন দেখাবে।
grub append> ro root=LABEL=/
৩। সিঙ্গেল মুডে যাবার জন্য আপনাকে লাইনটিকে এডিট করে নিচের মত করে লিখে এন্টার চাপতে হবে।
grub append> ro root=LABEL=/ single
৪। GRUB (গ্রাব) রিবুট করে সিঙ্গেল ইউজার মুডে চালু হবে এবং চালু হবার পরে নিচের মত একটা লেখা দেখাবে।
sh-2.05b#
৫। এখন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে নিচের মত করে পাসওয়ার্ড পরিবর্তনের কমান্ড দিতে হবে।
passwd root
আপনাকে পাসওয়ার্ড ভেরিফিকেশন করার জন্য পাসওয়ার্ড পুনরায় লিখতে বলা হবে। দ্বিতীয়বার পাসওয়ার্ড দেবার পর আপনাকে reboot লিখে কম্পিউটার রিবুট করতে হবে। এবং স্বাভাবিক ভাবেই নতুন পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারে লগিন করতে পারবেন।

Posted at 1:24 AM |  by Samsung APK Zone

 

4shared
আমাদের বিভিন্ন দরকারে আমরা অনলাইন এ ফাইল এবং সফটওয়্যার রাখি। এই কাজের জন্য আমরা প্রায় ১ থেকে ৫ জিবি জায়গা পর্যন্ত হয়ে থাকে। কিন্ত এটা যদি হয় ১৫ জিবি তাহলে তো কথাই নেই। আপনাকে ১৫ জিবি স্টোর করার এই সুযোগ দিচ্ছে 4shared.com, প্রথমে এই সাইটটি ৫ জিবি নিয়ে ফ্রী হোস্টিং নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তারা ১৫ জিবি হোস্টিং এর সুবিধা দিচ্ছে।
এই সুবিধা পাবার জন্য আপনাকে 4shared.com এ একাউন্ট খুলতে হবে। এখানে আপনি সাব-ডোমেইন তৈরি করে আপনার ফাইলগুলোকে শেয়ার করতে পারবেন।
এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি এর ডেস্কটপ সফটওয়্যার এর মাধ্যমে আপনার ফাইল গুলোকে আপনার ইচ্ছেমত সাজিয়ে রাখতে পারবেন এবং এর মাধ্যমে ২০০ মেগা পর্যন্ত ফাইল আপ করতে পারবেন।
এর একটি টুলবার সফটওয়্যার আছে, যার মাধ্যমে আপনি ৫০০ মেগা পর্যন্ত ফাইল আপলোড করতে পারবে।

অনলাইনে ফ্রী ১৫ জিবি জায়গা।

 

4shared
আমাদের বিভিন্ন দরকারে আমরা অনলাইন এ ফাইল এবং সফটওয়্যার রাখি। এই কাজের জন্য আমরা প্রায় ১ থেকে ৫ জিবি জায়গা পর্যন্ত হয়ে থাকে। কিন্ত এটা যদি হয় ১৫ জিবি তাহলে তো কথাই নেই। আপনাকে ১৫ জিবি স্টোর করার এই সুযোগ দিচ্ছে 4shared.com, প্রথমে এই সাইটটি ৫ জিবি নিয়ে ফ্রী হোস্টিং নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তারা ১৫ জিবি হোস্টিং এর সুবিধা দিচ্ছে।
এই সুবিধা পাবার জন্য আপনাকে 4shared.com এ একাউন্ট খুলতে হবে। এখানে আপনি সাব-ডোমেইন তৈরি করে আপনার ফাইলগুলোকে শেয়ার করতে পারবেন।
এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি এর ডেস্কটপ সফটওয়্যার এর মাধ্যমে আপনার ফাইল গুলোকে আপনার ইচ্ছেমত সাজিয়ে রাখতে পারবেন এবং এর মাধ্যমে ২০০ মেগা পর্যন্ত ফাইল আপ করতে পারবেন।
এর একটি টুলবার সফটওয়্যার আছে, যার মাধ্যমে আপনি ৫০০ মেগা পর্যন্ত ফাইল আপলোড করতে পারবে।

Posted at 1:24 AM |  by Samsung APK Zone

Facebook in Skype
ফেসবুক এর চ্যাট করার জন্য অনেক ক্লাইন্ট সফটওয়্যার থাকলেও স্কাইপ তাদের মধ্য অন্যতম। কারণ এখানে আপনি চ্যাট করার পাশাপাশি যে কারো ওয়াল পোষ্টে লাইক, কমেন্ট করতে পারবেন। আর অনেকের সাথে চ্যাট করলেও তা একটি মাত্র উইন্ডোতে আসে, তাই অনেক বা বাড়তি উইন্ডোর কোন ঝামেলাই থাকবে না।
স্কাইপ এর সাথে ফেসবুক ব্যবহার করার জন্য আপনার নিম্নের কাজগুলো করতে হবে।
১। প্রথমে এখান হতে আপনার অপারেটিং সিস্টেম উপযোগী সর্বশেষ স্কাইপ সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
২। এবার আপনার স্কাইপ আইডি থাকলে লগিন করুন অথবা একটি সাইপ আপ করে একটি আইডি করে নিয়ে লগিন করুন।
৩। এবার Skype Home ট্যাব হতে Connect to Facebook এ ক্লিক করুন।
৪। এবার আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিন এবং Keep me login এ টিক দিয়ে লগিন করুন।
৫। Request for Permission উইন্ডো আসলে Allow বাটনে ক্লিক করুন।
ফেসবুক এ চ্যাট করার জন্য আপনার স্কাইপ এখন প্রস্তুত। এখন আপনি চ্যাট করার পাশাপাশি লাইক, কমেন্ট করতে পারবেন

স্কাইপ এবং ফেসবুক

Facebook in Skype
ফেসবুক এর চ্যাট করার জন্য অনেক ক্লাইন্ট সফটওয়্যার থাকলেও স্কাইপ তাদের মধ্য অন্যতম। কারণ এখানে আপনি চ্যাট করার পাশাপাশি যে কারো ওয়াল পোষ্টে লাইক, কমেন্ট করতে পারবেন। আর অনেকের সাথে চ্যাট করলেও তা একটি মাত্র উইন্ডোতে আসে, তাই অনেক বা বাড়তি উইন্ডোর কোন ঝামেলাই থাকবে না।
স্কাইপ এর সাথে ফেসবুক ব্যবহার করার জন্য আপনার নিম্নের কাজগুলো করতে হবে।
১। প্রথমে এখান হতে আপনার অপারেটিং সিস্টেম উপযোগী সর্বশেষ স্কাইপ সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
২। এবার আপনার স্কাইপ আইডি থাকলে লগিন করুন অথবা একটি সাইপ আপ করে একটি আইডি করে নিয়ে লগিন করুন।
৩। এবার Skype Home ট্যাব হতে Connect to Facebook এ ক্লিক করুন।
৪। এবার আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিন এবং Keep me login এ টিক দিয়ে লগিন করুন।
৫। Request for Permission উইন্ডো আসলে Allow বাটনে ক্লিক করুন।
ফেসবুক এ চ্যাট করার জন্য আপনার স্কাইপ এখন প্রস্তুত। এখন আপনি চ্যাট করার পাশাপাশি লাইক, কমেন্ট করতে পারবেন

Posted at 1:23 AM |  by Samsung APK Zone

সম্প্রতি গুগোল চালু করে করেছে গুগোল ক্লাউড কানেক্ট (Google Cloud Connect) নামে একটি সার্ভিস। যার সাহায্যে সমকালীন (Simultaneous) ভাবে Word, Excel এবং PowerPoint ফাইল এডিট করা যাবে, প্রতিটি ফাইল এর জন্য গুগোল ডকস (Google Docs) এর শেয়ারিং ইউআরএল (URL) পাওয়া যাবে। ফাইলগুলোর রিভিশন হিস্টোরি পাওয়া যাবে, গুগোল ডক্স এ ফাইলগুলোকে থাকবে, অফলাইনে কোন ফাইল এডিট করলেও তা সয়ংক্রিয় (Automatic) ভাবে সিনক্রোনাস (Synchronization) হবে। এর জন্য অফিস সফটওয়্যারকে আপগ্রেড করতে হবেনা বা শেয়ারপয়েন্ট ডেপলয়মেন্ট দরকার হবে না।
Google Cloud Connect
গুগোল ক্লাউড কানেক্ট যে কোন উইন্ডোজ অপারেটিং যেমন উইন্ডোজ এক্সপি (ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ থাকতে হবে), ভিস্তা বা সেভেন এবং যেকোন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যেমন ২০০৩, ২০০৭ এবং ২০১০ এ কাজ করে।
Google Cloud Connect ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এখান হতে ক্লাউড কানেক্ট সফটওয়ারটি ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড হবার সাথে সাথেই তা ইন্টারনেট হতে ইন্সটল শুরু করবে অর্থাৎ এটা একটি ওয়েভ ইন্সটলার ফাইল।
এরপর আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে।
এখন Login বাটন এ ক্লিক করে আপনাকে লগিন করতে হবে।
গুগল অ্যাকাউন্ট এ লগিন করার পর আপনাকে Grant Access বাটন এ ক্লিক করে অ্যাক্সেস দিতে হবে এবং সিনক্রোনাস অপশন সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করতে হবে।
যদি আপনি Automatic সিলেক্ট করে থাকেন তাহলে ডকুমেন্ট সেভ করার সাথে সাথেই সিনক্রোনাস হবে আর Manual সিলেক্ট করলে আপনাকে ম্যানুয়ালী Sync বাটনে ক্লিক করে সিনক্রোনাস করতে হবে।
সুতরাং দেরি না করে এখুনি ডাউনলোড করুন গুগোল ক্লাউড কানেন্ট এবং উপভোগ করুন গুগল এর নতুন সার্ভিসটি।
দরকারী সফটওয়্যারসমূহঃ
১। Google Cloud Connect
২। .NET Framework 2.0 বা .Net Framework 2.0 Service Pace 2

গুগোল ক্লাউড কানেক্ট সার্ভিস।

সম্প্রতি গুগোল চালু করে করেছে গুগোল ক্লাউড কানেক্ট (Google Cloud Connect) নামে একটি সার্ভিস। যার সাহায্যে সমকালীন (Simultaneous) ভাবে Word, Excel এবং PowerPoint ফাইল এডিট করা যাবে, প্রতিটি ফাইল এর জন্য গুগোল ডকস (Google Docs) এর শেয়ারিং ইউআরএল (URL) পাওয়া যাবে। ফাইলগুলোর রিভিশন হিস্টোরি পাওয়া যাবে, গুগোল ডক্স এ ফাইলগুলোকে থাকবে, অফলাইনে কোন ফাইল এডিট করলেও তা সয়ংক্রিয় (Automatic) ভাবে সিনক্রোনাস (Synchronization) হবে। এর জন্য অফিস সফটওয়্যারকে আপগ্রেড করতে হবেনা বা শেয়ারপয়েন্ট ডেপলয়মেন্ট দরকার হবে না।
Google Cloud Connect
গুগোল ক্লাউড কানেক্ট যে কোন উইন্ডোজ অপারেটিং যেমন উইন্ডোজ এক্সপি (ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ থাকতে হবে), ভিস্তা বা সেভেন এবং যেকোন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যেমন ২০০৩, ২০০৭ এবং ২০১০ এ কাজ করে।
Google Cloud Connect ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এখান হতে ক্লাউড কানেক্ট সফটওয়ারটি ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড হবার সাথে সাথেই তা ইন্টারনেট হতে ইন্সটল শুরু করবে অর্থাৎ এটা একটি ওয়েভ ইন্সটলার ফাইল।
এরপর আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে।
এখন Login বাটন এ ক্লিক করে আপনাকে লগিন করতে হবে।
গুগল অ্যাকাউন্ট এ লগিন করার পর আপনাকে Grant Access বাটন এ ক্লিক করে অ্যাক্সেস দিতে হবে এবং সিনক্রোনাস অপশন সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করতে হবে।
যদি আপনি Automatic সিলেক্ট করে থাকেন তাহলে ডকুমেন্ট সেভ করার সাথে সাথেই সিনক্রোনাস হবে আর Manual সিলেক্ট করলে আপনাকে ম্যানুয়ালী Sync বাটনে ক্লিক করে সিনক্রোনাস করতে হবে।
সুতরাং দেরি না করে এখুনি ডাউনলোড করুন গুগোল ক্লাউড কানেন্ট এবং উপভোগ করুন গুগল এর নতুন সার্ভিসটি।
দরকারী সফটওয়্যারসমূহঃ
১। Google Cloud Connect
২। .NET Framework 2.0 বা .Net Framework 2.0 Service Pace 2

Posted at 1:22 AM |  by Samsung APK Zone

Google Image Search
গুগোল ইমেজ সার্চ এ নতুন ফিচার যোগ করেছে। গুগোল ইমেজ (http://image.google.com) কোন ইমেজ সার্চ করার পর যে কোন একটি ইমেজ এর উপর মাউস ধরলে তা বড় আকারে দেখায়। এর ফলে কোন ছোট ইমেজকে অপেন না করে বা ক্লিক না করে শুধু মাত্র উপরে মাউস রেখেই কিছুটা বড় আকারে দেখা যাবে অনেকটা নিচের ছবির মত।

গুগোল ইমেজ সার্চ এর নতুন ফিচার।

Google Image Search
গুগোল ইমেজ সার্চ এ নতুন ফিচার যোগ করেছে। গুগোল ইমেজ (http://image.google.com) কোন ইমেজ সার্চ করার পর যে কোন একটি ইমেজ এর উপর মাউস ধরলে তা বড় আকারে দেখায়। এর ফলে কোন ছোট ইমেজকে অপেন না করে বা ক্লিক না করে শুধু মাত্র উপরে মাউস রেখেই কিছুটা বড় আকারে দেখা যাবে অনেকটা নিচের ছবির মত।

Posted at 1:20 AM |  by Samsung APK Zone

    Popular Posts


back to top