Saturday, August 16, 2014

উইন্ডোজের অটোরান বন্ধ করুন।

Posted by Samsung APK Zone  |  at  1:25 AM No comments

MS Windows Logo
উইন্ডোজ অপারেটিং সিষ্টেমে অনেক সময় অটোরান চালু হয়ে যাবার ফলে আমাদের অজান্তে আমরা ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ হতে ভাইরাস দ্বারা আক্রান্ত হই যা আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। খুব সহজেই আমরা এই অটোরান বন্ধ করতে পারি। এর জন্য আপনাকে নিচের ধারাবাহিক ধাপসমূহ অনুসরণ করতে হবে।
১। প্রথমে Start মেনু হতে Run  বা Search বক্স এ gpedit.msc লিখে Enter চাপুন।
২। Computer Configuration হতে Administrative Templates এ ক্লিক করুন।
যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন, উইন্ডোজ সার্ভার ৮ হয় তাহলে
৩। এবার Windows Components  হতে Autoplay Policies এ ক্লিক করুন।
৪। এখন Default Behavior for AutoRun এ ডাবল ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হবে। এখান হতে Enable সিলেক্ট করে Options বক্স হতে Do not execute any autorun commands সিলেক্ট করে Ok করুন।
যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯৮, ২০০০, ২০০৩ সার্ভার, এক্সপি হয় তাহলে
৩। এখন System  ক্লিক করুন।
৪।  ডান পাশ হতে Turn off Autoplay তে ডাবল ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হবে। এখান হতে Enable সিলেক্ট করে নিচের বক্স হতে All drives সিলেক্ট করে Ok করুন।
৫। আপনার কনফিগারেশন করা শেষ। এবার কম্পিউটার রিবুট করন।
এই কাজটি চাইলে আপনি মাইক্রোসফট এর একটি প্যাচ দিয়েও করতে পারে। অটোরান বন্ধ করার জন্য এখান হতে ডাউনলোড করুন এবং অটোরান চালু করার জন্য এখান হতে ডাউলোড করুন।

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

    Popular Posts


back to top