১। প্রথমে Start মেনু হতে Run বা Search বক্স এ gpedit.msc লিখে Enter চাপুন।
২। Computer Configuration হতে Administrative Templates এ ক্লিক করুন।
যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন, উইন্ডোজ সার্ভার ৮ হয় তাহলে
৩। এবার Windows Components হতে Autoplay Policies এ ক্লিক করুন।
৪। এখন Default Behavior for AutoRun এ ডাবল ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হবে। এখান হতে Enable সিলেক্ট করে Options বক্স হতে Do not execute any autorun commands সিলেক্ট করে Ok করুন।
যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯৮, ২০০০, ২০০৩ সার্ভার, এক্সপি হয় তাহলে
৩। এখন System ক্লিক করুন।
৪। ডান পাশ হতে Turn off Autoplay তে ডাবল ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হবে। এখান হতে Enable সিলেক্ট করে নিচের বক্স হতে All drives সিলেক্ট করে Ok করুন।
৫। আপনার কনফিগারেশন করা শেষ। এবার কম্পিউটার রিবুট করন।
এই কাজটি চাইলে আপনি মাইক্রোসফট এর একটি প্যাচ দিয়েও করতে পারে। অটোরান বন্ধ করার জন্য এখান হতে ডাউনলোড করুন এবং অটোরান চালু করার জন্য এখান হতে ডাউলোড করুন।
About the Author
0 comments: