Sunday, July 20, 2014

এবার স্মার্ট ব্যান্ডেজ

Posted by Samsung APK Zone  |  at  12:38 AM No comments

     
.ব্যান্ডেজ যদি ক্ষত সারিয়ে তোলার চেয়েও বেশি কিছু করতে পারে, তাহলে কেমন হবে? গবেষকেরা এবার সেটাই করে দেখিয়েছেন। বায়োস্কোপ নামের একটি প্রকল্পের আওতায় গবেষকেরা তৈরি করছেন ব্যান্ডেজ সদৃশ একটি দূরনিয়ন্ত্রিত কম্পিউটারনির্ভর ব্যবস্থা বা প্রযুক্তি।এটিকে স্মার্ট ব্যান্ডেজ বলা যেতে পারে।
হাসপাতালে অবস্থানকারী রোগীর শরীরের তাপমাত্রা, হৃদ্স্পন্দনের গতি, চলাফেরা এবং শরীরের নানা রকম শব্দ নির্ণয় করবে এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সম্পূর্ণ তারবিহীন প্রযুক্তিতে কম্পিউটারে স্থানান্তর করবে স্মার্ট ব্যান্ডেজ।আর সেই কম্পিউটার আগে থেকেই রোগীটির স্বাস্থ্যের খোঁজখবর রাখবে।
ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারে তৈরি বিশেষ ওই ব্যান্ডেজে থাকবে অনেকগুলো সেনসর বা সংবেদী যন্ত্র। নার্সরা সেটি রোগীর ক্ষতস্থানে মাপমতো লাগিয়ে দিতে পারবেন।অত্যাধুনিক ব্যান্ডেজটি রোগীর ত্বকের উপরিতলে বৈদ্যুতিক তৎপরতার ভিত্তিতে হৃদ্স্পন্দনের গতি পরিমাপ করবে।আর ব্যান্ডেজে যুক্ত একটি থার্মোমিটার মেপে নিতে পারবে শরীরের তাপমাত্রা। রোগীর শারীরিক চলাফেরা পর্যবেক্ষণের জন্যও থাকবে একটি গতিনির্ণায়ক যন্ত্র বা অ্যাকসেলোমিটার।শরীরের বিভিন্ন শব্দ শনাক্ত করার কাজটি সম্পন্ন করবে ব্যান্ডেজে যুক্ত একটি মাইক্রোফোন।গবেষকেরা বলেন, মানুষের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্রমের শব্দের ধরন নির্ণয় করে সেই তথ্য-উপাত্ত রোগনির্ণয়ে ব্যবহার করা যেতে পারে।
স্বাস্থ্যকর্মী, প্রকৌশলী ও কম্পিউটারবিজ্ঞানীদের যৌথ একটি সংগঠন ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটিতে বায়োস্কোপ প্রকল্পটি শুরু করে। তাদের তৈরি স্মার্ট ব্যান্ডেজটিতে সংযুক্ত বিভিন্ন সংবেদী স্বয়ংক্রিয়ভাবে রোগীর শরীরের সবচেয়ে জরুরি দিকটি পর্যবেক্ষণের কাজ শুরু করতে পারবে।গবেষকদের লক্ষ্য হলো, দূর থেকে নিয়ন্ত্রিত ব্যবস্থায় রোগনির্ণয় করা এবং সেসব তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করা। পাশাপাশি রোগীটি হাসপাতাল ছেড়ে যাওয়ার পরও তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া সম্ভব হবে ওই ব্যান্ডেজের সাহায্যে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ইউবিকম্প সম্মেলনে ওই স্মার্ট ব্যান্ডেজটি প্রদর্শন করা হবে

Tags:
About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

    Popular Posts


back to top