Sunday, July 20, 2014

নতুন র‌্যাসপবেরি কম্পিউটার

Posted by Samsung APK Zone  |  at  12:49 AM No comments


     
পাই কম্পিউটারের বি প্লাস সংস্করণখুদে কম্পিউটার ‘র‌্যাসপবেরি পাই’-এর নতুন একটি সংস্করণ ছেড়েছে করেছে র‌্যাসপবেরি পাই ফাউন্ডেশন। অন্যান্য খুদে কম্পিউটারের সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় প্রায় দুই বছর পর ‘বি প্লাস’ নামের নতুন এই সংস্করণ বের করা হলো।
আগের সংস্করণ বি-এর মতো একই ব্রডকম চিপ, ৫১২ মেগাবাইট র্যাম এবং একই সফটওয়্যারে চললেও বেশ কিছু নতুন সুবিধা যোগ করা হয়েছে বি প্লাসে।
বি-এর তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচে চলবে এটি৷ এটি চলার জন্য আলাদা বিদ্যুৎ উৎসেরও প্রয়োজন নেই। মেমোরি কার্ডের আকারেও পরিবর্তন এসেছে, আগের এসডি কার্ডের বদলে বি প্লাসে থাকছে মাইক্রো এসডি কার্ড। দুটির পরিবর্তে নতুন এই সংস্করণে থাকছে চারটি ইউএসবি পোর্ট।
একই কাঠামোয় নতুন সুবিধার নতুন এই সংস্করণটি উদ্ভাবনী শক্তি এবং অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করেন পাই কম্পিউটারের সহ-নির্মাতা ইবেন আপটন।
৩৫ মার্কিন ডলার মূল্যের নতুন এই র‌্যাসপবেরি পাই কম্পিউটারের জন্য অনলাইন ইলেকট্রনিকসের দোকানগুলোতে অর্ডার করা যাবে বলে জানা যায়।
স্কুলগুলোতে স্বল্প খরচে কম্পিউটার শিক্ষার জন্য প্রায় দুই বছর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ক্রেডিট কার্ড আকারের কম্পিউটার র‌্যাসপবেরি পাইয়ের প্রথম সংস্করণ তৈরি করা হয় যুক্তরাজ্যে।
টেলিভিশন বা মনিটর এবং কি-বোর্ডের সঙ্গে যুক্ত করে এই কম্পিউটার চালানো যায়। ৩০ লাখের বেশি বিক্রি হয় বিশেষ এই কম্পিউটারের প্রথম সংস্করণটি।

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

    Popular Posts


back to top