এক বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, ‘ডব্লিউ ১৩০’ স্মার্টফোনটির পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ক্যামেরাতে ফ্ল্যাশ লাইট, কন্টিনিউয়াস শট সহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে ।
১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরযুক্ত স্মার্টফোনটি দ্রুত ডাটা প্রসেস করতে পারে । এর ফলে ব্যবহারকারী মাল্টি-টাস্কিংয়ের ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা পাবেন। এতে এক জিবি র্যাম রয়েছে। স্মার্টফোনটিতে আরও রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর সুবিধা । থ্রিজি সুবিধার স্মার্টফোন ওয়াই-ফাই সমর্থন করে।
সিম্ফনি জানিয়েছে, ফোনটি কিনলে ক্রেতাদের আকর্ষণীয় রঙের দুইটি অতিরিক্ত ব্যাক কভার বিনামূল্যে দেওয়া হবে। মোবাইল ফোনের ব্যাক কাভার পরিবর্তন করে খুব সহজে নতুন রূপ দেওয়া যাবে মোবাইল ফোনটিকে।
‘ডব্লিউ ১৩০’ স্মার্টফোনটির দাম ১২ হাজার ৯৯০ টাকা।
About the Author
0 comments: