তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড এল তৈরি করা হয়েছে মাল্টি-স্ক্রিন বিশ্বের কথা মাথায় রেখে। অ্যান্ড্রয়েডের এ সংস্করণটিতে ডেভেলপাররা স্মার্টফোন থেকে টেলিভিশন সব মাপের স্ক্রিনের জন্যই অ্যাপস তৈরি করতে পারবেন। এই সংস্করণটির বিশেষত্ব হচ্ছে ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ যাতে গুগলের মোবাইল ও ওয়েব সেবার অভিজ্ঞতা ও মান আরও বাড়াবে। নোটিফিকেশনের ক্ষেত্রে আরও উন্নত অভিজ্ঞতা দেবে।
সংস্করণের মোবাইল ব্যবহারকারী কোনো কাজের মধ্যে থাকলে পুরো স্ক্রিনে কল বাজবে না, বরং তা একটি পপ আপ নোটিফিকেশন আকারে দেখাবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এল সংস্করণে প্রতিরক্ষা ও সুরক্ষার ক্ষেত্রে নতুন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে যাতে অ্যান্ড্রয়েড নির্ভর পণ্যটির সুরক্ষা হিসেবে পিন বা প্যাটার্ন লকের ঝামেলা এড়ানো যাবে। এ ছাড়াও এতে উন্নত ব্লুটুথ ও ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড এলের পূর্ণাঙ্গ সংস্করণটিকে অ্যান্ড্রয়েড ললিপপ নাম দিতে পারে গুগল।
অ্যান্ড্রয়েড এল ডেভেলপার প্রিভিউসম্পর্কে অতিরিক্ত কৌতূহলী তাঁরা আগেভাগেই এল ডেভেলপার প্রিভিউ ডাউনলোড করে নিতে পারবেন। এই সংস্করণটি কেবল নেক্সাস ৫ ও নেক্সাস ৭ এ ডাউনলোড করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ এই সংস্করণটি পুরোপুরি উন্মুক্ত করবে গুগল। প্রিভিউ সংস্করণটি গুগল ডেভেলপার সাইট (http://developer.android.com/preview/setup-sdk.html#top) থেকে ডাউনলোড করা যাবে। প্রিভিউ সংস্করণটি ডাউনলোড করার পর বেশ কিছু ঝামেলায় পড়তে হতে পারে বলে গুগল সতর্ক করেছে। এই প্রিভিউ ডাউনলোড করার পর গুগলের বেশ কিছু পরামর্শ (https://developers.google.com/android/nexus/images#instructions) মানতে হবে।
About the Author
0 comments: