অনেক সময় কোম্পানী বা রাষ্ট্রীয় ভাবে কোন ওয়েব সাইট বন্ধ করা থাকে যা সচরাচর ব্রাউজ করা যায় না। এটা সাধারনত প্রক্সি ব্যবহার করে অথবা গেটওয়ে হতে বন্ধ করা হয়। কিন্তু ইচ্ছে করলেই আপনি এই সাইটগুলো ব্রাউজ করতে পারবেন যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকে।
অনেকগুলো থার্ড পার্টি ওয়েব সাইট এবং টুলস এর মধ্যে আমার দেখা সবচেয়ে ভাল হল টর বাউজার(Tor Browser)। নিচের ধাপ অনুসরণ করে আপনি টর ব্রাউজার ব্যবহার করতে পারবেন।
প্রথমে আপনাকে টর বাউজার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা এই এ্যাড্রেসটা ব্রাউজারে পেষ্ট করুন https://www.torproject.org/download/download-easy.html.en
এবার টর ব্রাউজার এক্সট্রাক্ট করুন।
এবার Start Tor Browser এ ডাভল ক্লিক করুন। টর অ্যাপ্লিকেশন ওপেন হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন একটা ব্রাউজার ওপেন হবে। এখানে ভিজিট করুন আপনার কাংক্ষিত ওয়েব সাইট।
About the Author
0 comments: