উইন্ডোজ ৮ এর ক্রাক ভার্সন ব্যবহার করার সময় অনেক সমস্যার মধ্যে অনেকেই
আমার মত ডিভিডি রম এর সমস্যায় পরেছেন। উইন্ডোজ ৮ সেটআপ দেবার ডিভিডি রম
দেখায় কিন্তু ক্রাক করার পরে আর দেখায় না এমনকি উইন্ডোজ চালু অবস্থায় কাজও
করে না। তবে কম্পিউটার বুট করার সময় ডিক্স দিলে তা কাজ করে। এই সমস্যা দূর
করার জন্য অর্থাৎ উইন্ডোজ চালু অবস্থায় ডিভিডি রম দেখানোর এবং কাজ করার
জন্য আপনাকে ছোট একটি কাজ করতে হবে।
১। প্রথমে এ্যাডমিনিসট্রেটর হিসেবে কমান্ড প্রম্পট চালু করতে হবে, এর
জন্য উইন্ডোজ ৮ এর Start মেনুতে গিয়ে cmd টাইপ করে Ctrl + Shift + Enter
চাপতে হবে।
২। কমান্ড প্রম্পট এ নিচের লাইনটি লিখে এন্টার চাপতে হবে।
reg.exe add “HKLM\System\CurrentControlSet\Services\atapi\Controller0″ /f /v EnumDevice1 /t REG_DWORD /d 0×00000001
এবার আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। আপনার সমস্যার সমাধান হয়েগেল।
0 comments: